বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeশিক্ষাবাকৃবির ৯৪-৯৫ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী

বাকৃবির ৯৪-৯৫ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী

রাফী উল্লাহ,বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পুরো ক্যাম্পাস জুড়ে সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের হই-হুল্লোড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বর্তমান আর সাবেকদের মেলবন্ধনে নতুন এক উল্লাসে মেতে ওঠে বাকৃবির পরিবার। শুক্রবার প্রকৃতিকন্যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এক উৎসবমুখর ক্যাম্পাসে পরিণত হয়। চোখ ধাঁধানো আলোকসজ্জা, ব্যানার ফেস্টুনে বর্ণিল সাজে সজ্জ্বিত হয় পুরো ক্যাম্পাস চত্ত্বর। আর এই আয়োজনটি ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪-৯৫ সেশনের শিক্ষার্থীদের পুর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড চত্বরে বেলুন উড়িয়ে পুর্ণমিলনীর উদ্বোধন করেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জহির উদ্দিন। এরপর বাকৃবির ১৯৯৪-৯৫ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘শিকড়ের সন্ধানে, এসো মিলি প্রাণের টানে’ স্লোগানকে সামনে রেখে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ২ দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে শুক্রবার সন্ধ্যায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ১ম বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বার্ষিক সাধারণ সভায় তিন বছর মেয়াদী বাকৃবির ১৯৯৪-৯৫ অ্যালামনাই কমিটির ঘোষণা করা হবে। পরদিন শনিবার সকাল ১০ টা দিকে স্মৃতিচারণ, খেলাধুলাসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments