শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeশিক্ষাদলকানারা মুক্তিযুদ্ধে জিয়ার অবদান নিয়ে বিতর্ক সৃষ্টি করে: ভিপি নুর

দলকানারা মুক্তিযুদ্ধে জিয়ার অবদান নিয়ে বিতর্ক সৃষ্টি করে: ভিপি নুর

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

শ্রদ্ধা জানিয়ে ফেইসবুক পেজে দেয়া স্ট্যাটাসে নুর লিখেছেন, ‘৮৪তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) কে। দলকানারা যতই বিতর্ক সৃষ্টি করুক মহান মুক্তিযুদ্ধে আপনার অবদান এ দেশের মানুষের কাছে চিরভাস্বর হয়ে থাকবে।’

তথ্যানুযায়ী, মহান মুক্তিযুদ্ধ চলাকালে সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান হিসেবে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে অসহযোগ আন্দোলনরত বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে শুরু হয় মুক্তিযুদ্ধ। ২৭শে মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন।
দেশের স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ সেনাবাহিনীর উপ-প্রধান নিযুক্ত হন। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। এরপর, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments