বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeরাজনীতিপ্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সার কৃষকের পিছনে ছুটছে: এমপি মনোরঞ্জন শীল গোপাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সার কৃষকের পিছনে ছুটছে: এমপি মনোরঞ্জন শীল গোপাল

অমর চাঁদ গুপ্ত অপু: মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, কৃষিবান্ধব সরকারের ভিশন বাস্তবায়নে সারের সংকট মোকাবেলা করে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছাতে কাজ করে যাচ্ছে নোয়াপাড়া গ্রুপ। দেশের কৃষকদের সার চাহিদার একটি বড় অংশ পূরণ করছে নোয়াপাড়া গ্রুপ। আমদানী ছাড়াও নোয়াপাড়া গ্রুপের উৎপাদিত বেঙ্গল মিশ্র সার ফসল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এনে সারাদেশের কৃষকের কাছে সমাদৃত হয়েছে। এ জন্য জমিতে রাসায়নিক সারের পাশাপাশি বেঙ্গল মিশ্র সার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। গতকাল রবিবার মনোরঞ্জন শীল গোপাল এমপি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কৃষক সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সার কৃষকের পিছনে ছুটছে। এ অবস্থার সৃষ্টি হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায়। দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের বেঙ্গল মিশ্র সার ও বেলারুশিয়ান পটাশ কোম্পানীর উদ্যোগে কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবালের সভাপতিত্বে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, কৃষি বিভাগের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াজেদ, বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন, বিসিআইসি ডিলার হেম চন্দ্র দাস, কৃষক মো. হাবিবুল্ল, নোয়াপাড়া গ্রুপের মার্কেটিং ম্যানেজার তৈমুর রহমান প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments