জয়নাল আবেদীন/শিহাব মন্ডল: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আউট সোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের ভুয়া কার্যাদেশ বানিয়ে মালি ও ক্লিনার পদে চাকরির দেয়ার অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিশ^বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রংপুরের মিঠাপুকুর উপজেলার খরমোদের পাড়ার মোহাম্মদ আলীর পুত্র ওসমান গনি দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার বটগাছ নামক এলাকার মোজাম্মেল হকের পুত্র,মো: রিজভী আলম এবং একই জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম গনি পাড়ার ওসমান গণির পুত্র জাহিদুল ইসলাম । উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবারহের লক্ষ্যে এবছর গত ৮ মার্চ একটি দরপত্র আহবান করে । কিন্তু পরবর্তীতে করোনাজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে গত ২৩মার্চ উল্লিখিত দরপত্র বিজ্ঞপ্তিটি স্থগিত করা হয় এবং স্থগিতকরণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবারহের দরপত্র প্রক্রিয়াটি স্থগিত থাকলেও গত ১৩মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয় যে- একটি প্রতারক চক্র ভুয়া কার্যাদেশ প্রস্তুত করে ‘নাছের ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানকে আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবারহের কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে প্রচার করে সাধারণ জনগণের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। গত ১৩মে সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানানো হয়। এছাড়াও ভুয়া কার্যাদেশের বিষয়ে তদন্তের মাধ্যমে জালিয়াতি চক্রটিকে সনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৪মে রংপুর মেট্রোপলিটন-এর তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন বিশ্বদ্যিালয় প্রশাসন। অবশেষে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ ।