সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Homeশিক্ষাসরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের গুরুদায়িত্ব শিক্ষকদের : শিক্ষা সচিব

সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের গুরুদায়িত্ব শিক্ষকদের : শিক্ষা সচিব

বাংলাদেশ প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন সরকারের মিশন ও ভিশন ২০৪১ বাস্তবায়নের গুরুদায়িত্ব শিক্ষকদের কাধে। আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগরদের দক্ষ ও যোগ্য করে তুলতে শিক্ষকদের ভুমিকা অপরিসীম। তাই শিক্ষকদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মুলাদী উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন সরকার শিক্ষাকে আধুনিকায়ন করে তুলতে কাজ শুরু করেছে। ২০২২ সালে পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন আসবে। শিক্ষার্থীরা শুধু চাকুরির জন্যই লেখাপড়া করবে না তারা উদ্যোক্তা হয়ে অন্যকে চাকুরি দিতে পারবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস। এসময় উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, বরিশাল শিক্ষা অধিপ্তরের প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহানুর জামান, উপজেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধাসহ উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, মুলাদী সরকারি কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, মুলাদী মাহমুদজান সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা প্রধানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাণনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষা সচিব মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ এবং করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments