শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Homeশিক্ষাবেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মাহমুদুল হাসান

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মাহমুদুল হাসান

বাংলাদেশ প্রতিবেদক: কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। তিনি যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ শনিবার যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মজলিসের বৈঠকে সদস্যরা প্রত্যক্ষ ভোটে তাকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করেন।

বেফাক সূত্রে জানা যায়, বৈঠকে প্রায় ১২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। ব্যালটবাক্সের গণনা অনুযায়ী মাওলানা মাহমুদুল হাসান পেয়েছেন ৬৪ ভোট। তার নিকটবর্তী মাওলানা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট। আর হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী পেয়েছেন মাত্র ৩ ভোট।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বেফাকের সহসভাপতি মুফতি মো. ওয়াক্কাস। তার সাথে ছিলেন খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম জিহাদী, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও ঢালকানগর মাদরাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ।

গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বেফাকের সভাপতি আল্লামা আহমদ শফী মারা যাওয়ায় এই পদটি শূন্য হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments