বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeশিক্ষাবেরোবিতে জাতীয় পতাকা বিকৃতি ও অবমাননাকারীদের বহিষ্কার ও শাস্তির দাবি জানিয়ে আ'লীগের...

বেরোবিতে জাতীয় পতাকা বিকৃতি ও অবমাননাকারীদের বহিষ্কার ও শাস্তির দাবি জানিয়ে আ’লীগের মানবন্ধন

জয়নাল আবেদীন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা বিকৃতি ও অবমাননাকারী শিক্ষকদের বহিষ্কার ও শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। রোববার স্থানীয় ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা পতাকা বিকৃতি ও অবমাননাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘যারা দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকার মূল্য বোঝে না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। তারা এই দেশ ও জাতির শত্রু। জাতি গড়ার কারিগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে এমন ন্যক্কারজনক ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায়না।বক্তারা বলেন, এর আগে মুজিববর্ষ উপলক্ষে গত ১৭ মার্চ জুতা পায়ে দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন, তারাই আবার জাতীয় পতাকা বিকৃতি করেছে। এরা জামাত- শিবিরের দোসর। খোলস পালটে তারা বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করছে। এদের শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাসার, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান ময়না, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন, সদস্য ইদ্রিস আলী, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আজম ফাইন ।এদিকে বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষকবৃন্দের জাতীয় পতাকা নিয়ে ছবি উঠানোকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শিক্ষকবৃন্দ। শনিবার বিকেলে তাঁরা এই বিবৃতি প্রদান করেছেন।বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারী শিক্ষকবৃন্দ হলেন ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসেন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ উল হাসান, রসায়ন বিভাগের প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, প্রভাষক মোঃ রহমতুল্লাহ, বাংলা বিভাগের অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ ও গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান।বিবৃতিতে তাঁরা ১৬ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে শিক্ষকবৃন্দের তোলা কয়েকটি ছবিকে কেন্দ্র করে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় ও শিক্ষকবৃন্দ সম্পর্কে দেশবাসীর যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে তার কারণে আমরা লজ্জিত ও মর্মাহত।লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের লাল-সবুজ পতাকা নিয়ে অনিচ্ছাকৃত, অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত এমন ঘটনার সৃষ্টি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।বিবৃতিতে শিক্ষকবৃন্দ আরো উল্লেখ করেন, মহামারী কোভিড-১৯-এর কারণে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত সীমিত অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগ/দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকায় উপস্থিত প্রায় ২০-২৫ জন শিক্ষক স্বাধীনতা স্মারক প্রাঙ্গণ ত্যাগ করার সময় লাল সবুজের প্রতীক বা স্মারকসহ পর্যায়ক্রমে ছবি তোলেন। এটিকে আপাতদৃষ্টিতে পতাকাসদৃশ মনে হলেও এটি আনুষ্ঠানিক কোন পতাকা ছিল না। তাছাড়া ছবি তোলার সময় শিক্ষকবৃন্দ এটিকে ভালোভাবে খেয়াল না করেই সেখানে দাঁড়িয়েছিলেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা স্মারকে কোনো কর্মসূচি ছিল না।শিক্ষকরা বলেন, উক্ত বিষয়কে কেন্দ্র করে দেশব্যাপী অনেকেই মর্মাহত হয়ে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন। আমরা কেউই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটাইনি এবং আমাদের আবেগের পতাকা কোনোভাবেই মর্যাদাহানী হোক সেটা কারোরই কাম্য নয়। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য আমরা আবারো দুঃখ প্রকাশ করছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments