শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeশিক্ষাজবিতে বিএনপি পন্থী সাদা দলের কমিটি ঘোষণা

জবিতে বিএনপি পন্থী সাদা দলের কমিটি ঘোষণা

তাসদিকুল হাসান,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের দু’বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন সভাপতি এবং কলা অনুষদের ডিন ও ইসলালিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড . মোঃ রইছ উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

০৫ সেপ্টেম্বর রোজ সোমবার নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচিত সাধারণ সম্পাদক ড . মোঃ রইছ উদ্দীন।

জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকদের সংগঠন সাদা দলের কমিটির অন্যরা হলেন: সহ – সভাপতি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড . মোস্তফা হাসান ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড . মোঃ আজম খান ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড . মোঃ মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, যুগ্ম – সম্পাদক মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহীনুজ্জামান ও রসায়ন বিভাগের অধ্যাপক ড . মুহাম্মদ জামির হোসেন, সাংগঠনিক সম্পাদক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড . নাসির উদ্দিন, যুগ্ম- সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড . নাসির আহমাদ, অর্থ সম্পাদক মার্কেটিং বিভাগের অধ্যাপক ড . শেখ রফিকুল ইসলাম, দপ্তর / জনসংযোগ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মেজবাহ – উল – আজম সওদাগর।

কার্যনির্বাহী পরিষদের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফীন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ফিনান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কে. এ. এম. রিফাত হাসান।

ননবগঠিত কমিটি নিয়ে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমরা সকলের সমন্বয়ে কাজ করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলকে আরোও গতিশীল করতে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments