মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeবিনোদনশহীদ মিনারে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা

কাগজ প্রতিবেদক: কেন্দ্রীয় শহীদ মিনারে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।শনিবার সকাল ১১টা ২০ মিনিটে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেয়া হয়।

শহীদ মিনারে আমজাদ হোসেনকে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, লায়রা হাসান, মামুনুর রশীদ, গাজী মাজহারুল আনোয়ার, রামেন্দু মজুমদার, ফকির আলমগীর, মোরশেদুল ইসলাম ও জাসাস-এর সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।
এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, টেলিভিশন নাট্যকার সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে মারা যান আমজাদ হোসেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments