বাংলাদেশ ডেস্ক: জর্ডানের মধ্যাঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণ হয়েছে শুক্রবার ভোরে। এতে সেখানে আগুন ধরে যায়। পুরো শহর কেঁপে ওঠে বিস্ফোরণের ভয়াবহতায়। স্থানীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে জারকা শহরের বাইরে অবস্থিত সামরিক অস্ত্রাগারে এই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় আল গাদ ডেইলি জানিয়েছে, রাজধানী আম্মান থেকে উত্তর-পূর্ব দিকে জারকা এলাকায় আল ঘাবাবি সমরাস্ত্র ক্যাম্পে এই বিস্ফোরণ ছিল ভয়াবহ। ঘটনার পর নিরাপত্তা রক্ষাকারীরা সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে।
তবে কি কারণে এমনটা হলো তা কেউ বলতে পারছে না। এখন পর্যন্ত এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারি কোনো বিবৃতি দেয়া হয় নি।