বাংলাদেশ ডেস্ক: আফগানিস্তানে আত্মঘাতী ট্রাকবোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, নাঙ্গাহার প্রদেশের গণিখৈল জেলায় শনিবার একটি মসজিদের কাছে এই হামলা হয়েছে। এ সময় নামাজ পড়তে ওই মসজিদে সমবেত হয়েছিলেন মুসল্লিরা। হামলায় কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বলেছেন, হামলার পর সশন্ত্র বেশ কয়েকজন জেলার বিভিন্ন ভবনে প্রবেশের চেষ্টা করে। কিন্তু তারা সেখানে আশ্রয় নেয়ার আগেই আফগান বাহিনী তাদেরকে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে এই আত্মঘাতী হামলার দায় কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, ওই এলাকায় আইএস ও তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপগুলো সক্রিয়।