শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনার ভ্যাকসিন নিয়ে আক্রান্ত ভারতীয় মন্ত্রী

করোনার ভ্যাকসিন নিয়ে আক্রান্ত ভারতীয় মন্ত্রী

বাংলাদেশ ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়ে আক্রান্ত হয়েছেন ভারতের হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। শনিবার (৫ ডিসেম্বর) টুইটারে নিজেই করোনা আক্রান্তের খবর জানিয়েছেন অনিল ভিজ। এরইমধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মাসে করোনার একটি ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেন অনিল ভিজ।

৬৭ বছর বয়সী মন্ত্রী অনিল ভিজ বলেন, আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমি আমবালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। আমার সংস্পর্শে যারা এসেছেন তাদের আমি করোনা পরীক্ষার আহ্বান জানাচ্ছি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বও অনিল ভিজের ওপর। গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের কোভাজিন ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালে অংশ নেন তিনি।

সে সময় টুইটারে তিনি জানান, তিনিই হবেন তার রাজ্যে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবী।

দেশটিতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯৫ লাখে। মৃত্যু হয়েছে এক লাখ ৩৯ হাজার ৭১৪ জন মানুষের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments