শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে করোনায় প্রতি ৩০ মিনিটে মারা যাচ্ছেন একজন

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি ৩০ মিনিটে মারা যাচ্ছেন একজন

বাংলাদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রতি ৩০ মিনিটে করোনায় মারা যাচ্ছেন একজন। ভয়াবহ বিপর্যয়ের মুখে ক্যালিফোর্নিয়ায় শূন্যের কোঠায় আইসিইউ বেড। বড়দিন ও ইংরেজি নববর্ষকে সামনে রেখে পরিস্থিতি আরো সংকটাপন্ন হওয়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

যুক্তরাষ্ট্রজুড়ে ফাইজারের টিকা কার্যক্রমের মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) একদিনে দেশটিতে মারা গেছেন ৩ হাজারের বেশি। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ।

ক্যালিফোর্নিয়ায় পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। অঙ্গরাজ্যটিতে বৃহস্পতিবার একদিনে মারা গেছেন তিন শতাধিক। এরমধ্যে লস অ্যাঞ্জেলেসেই মারা গেছেন শতাধিক। নতুন করে আক্রান্ত ৫০ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি দ্রুত কমছে হাসপাতালগুলোর সক্ষমতা। জরুরি বিভাগে মাত্র ১ শতাংশ শয্যা খালি থাকলেও, মিলছেনা আইসিইউ বেড।

বড়দিন সামনে রেখে করোনার বিস্তার ঠেকাতে স্বাস্হ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন স্বাস্থ্য বিষেশজ্ঞরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments