শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিকসু চির মুক্তির পক্ষে জোরালো অবস্থানে ব্রিটেন

সু চির মুক্তির পক্ষে জোরালো অবস্থানে ব্রিটেন

বাংলাদেশ ডেস্ক: মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চিকে মুক্তি দেয়ার পক্ষে অবস্থান জানাবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলে দেওয়া ভাষণে এ কথা জানাবেন তিনি।

এ ছাড়া জাতিসংঘে দেওয়া ভাষণে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান প্রদর্শন করে মিয়ানমার সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ারও আহ্বান জানাবেন ডমিনিক রাব। বিবিসি জানায়, মান্দালয় শহরে শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহতের ঘটনাও জাতিসংঘে তুলে ধরবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ গ্রহণযোগ্য নয়।

বিবিসি জানিয়েছে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তব্যে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলবেন, রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলোর জন্য দেশটির বর্তমান সংকট আরও ঝুঁকি তৈরি করছে। মিয়ানমার পরিস্থিতি ছাড়াও চীন ও রাশিয়া ইস্যুতেও কথা বলবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments