শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকতালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে চায় আফগান সরকার!

তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে চায় আফগান সরকার!

বাংলাদেশ ডেস্ক: দেশজুড়ে চলছে তীব্র লড়াই। নানা স্থানে সরকারি বাহিনীকে পরাজিত করে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান।

সর্বশেষ কাবুল থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে গজনি প্রদেশের রাজধানী গজনি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তারা। ফলে তালেবানরা এ পর্যন্ত দশটি প্রাদেশিক রাজধানীর দখলে নিলেন।

এর মধ্যে জানা গেল, তালেবানের সঙ্গে ‘ক্ষমতা ভাগাভাগি’ করতে চায় সরকার। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। খবরে বলা হয়, ইতোমধ্যে তালেবানের কাছে সরকার ক্ষমতা ভাগাভাগির বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে।

সংঘাত এবং তালেবানের অগ্রযাত্রার মধ্যে সরকারের পক্ষ থেকে এমন প্রস্তাব পাঠানো হলো। সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, দেশে সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে তালেবানকে ক্ষমতা ভাগাভাগির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ওই সূত্রটি আরও জানায়, কাতারের মাধ্যমে এ প্রস্তাব তালেবানের কাছে পাঠানো হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments