বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeআন্তর্জাতিকপশ্চিমবঙ্গে অর্ধেক দামেও ইলিশের ক্রেতা পাওয়া যাচ্ছে না!

পশ্চিমবঙ্গে অর্ধেক দামেও ইলিশের ক্রেতা পাওয়া যাচ্ছে না!

বাংলাদেশ ডেস্ক: সারাবছরই ইলিশের অপেক্ষায় থাকেন ভারতের বাসিন্দারা। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ বলতে পাগল।

সম্প্রতি সারদীয় পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এরপরই প্রচুর ইলিশ সেখানে গেলেও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় অর্ধেক দামেও ইলিশ কেনার লোক পাচ্ছেন না বিক্রেতারা।

পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দিঘার বাজারে এমন চিত্র দেখা গিয়েছে। এবিপি আনন্দের খবরে বলা হয়েছে, ২ কেজির বেশি ওজনের ইলিশ যা কয়েকদিন আগে বিক্রি হচ্ছিল ১৮০০ টাকা কেজিতে সেটাই বিক্রেতারা কেজি প্রতি দাম হাঁকছেন ১২০০। কিন্তু তাতেও ক্রেতা নেই।

সেখানে বলা হয়েছে, সম্প্রতি ঘূর্ণিঝড় গোলাবের কারণে বিধিনিষেধ জারি করা হয়। এর ফলে পর্যটক শূন্য হয়ে পড়ে দিঘা। যার প্রভাব পড়েছে মাছ বাজারে।

বিক্রেতাদের আক্ষেপ, ইলিশ, ভেটকি, চিংড়ির চাহিদা থাকা সত্ত্বেও, এখন তা বিক্রি হচ্ছে না। একে বিক্রি কম, তার ওপর মাছ সংরক্ষণ করতে গিয়ে খরচ হচ্ছে বেশি। প্রশাসনের নির্দেশে দিঘায় বুধবার পর্যন্ত হোটেলের বুকিং বন্ধ। ফের পর্যটক এলে, মাছ বাজার চাঙ্গা হবে আশা মৎস্য ব্যবসায়ীদের। সূত্র : আনন্দবাজার

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments