শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিককঙ্গোতে সেনা অভিযানে ২৭ বিদ্রোহী নিহত

কঙ্গোতে সেনা অভিযানে ২৭ বিদ্রোহী নিহত

বাংলাদেশ ডেস্ক: কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দুই দিনের লড়াইয়ে ২৭ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এছাড়া ওই এলাকায় অভিযান চলাকালে সেনাবাহিনীর চার সদস্য প্রাণ হারিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব কঙ্গোর (কোডেকো) বিদ্রোহীরা পার্শ্ববর্তী চারটি এলাকার ২০টিরও বেশি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়া এবং এক সেনা অবস্থানে হামলা চালানোর পর ইতুরি প্রদেশের দিজুগু অঞ্চলের দু’টি গ্রামে মঙ্গল ও বৃহস্পতিবার এ লড়াই হয়।

এদিকে ওই ঘটনায় এক বিবৃতিতে কঙ্গোর সেনা মুখপাত্র লে: জুলেস এনগঙ্গো বলেন, সামরিক বাহিনীর সদস্যরা সেখানে ‘কোডেকো বিদ্রোহীদের ২৭টি লাশ খুঁজে পেয়েছে এবং তারা একে-৪৭ ধাচের তিনটি অস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানে আমরা চার সৈন্যকে হারিয়েছি।’

তিনি বলেন, ‘সেখানে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।’

ওই এলাকার সেনা মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্টোনি মুয়ালুশায়ি জানান, পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে বৃহস্পতিবার সেনা অভিযানে অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) তিন বিদ্রোহী নিহত হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments