বাংলাদেশ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে কুয়ারিতে কাপড় ধুতে গিয়ে পানিতে পড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ডম্বিভ্যালি এলাকা সংলগ্ন সন্দ্বীপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মীরা গায়কওয়াড় (৫৫), তার পুত্রবধূ অপেক্ষা (৩০) এবং নাতি ময়ূরেশ (১৫), মোক্ষ (১৩) ও নীলেশ (১৫)।
পুলিশ বলছে, কুয়ারি বা খনন করা বড় একটি গর্তের পানিতে পড়ে যাওয়া একটি শিশুকে বাঁচাতে অন্যরাও ঝাঁপ দিয়েছিলেন। এতেই ওই ঘটে দুর্ঘটনা।
স্থানীয়রা জানায়, গ্রামে পানি সংকট দেখা দেয়ায় কুয়ারিতে কাপড় ধুতে যান ওই পরিবারের সদস্যরা। কাপড় ধোয়ার সময় হঠাৎ একটি শিশু পানিতে পড়ে যায়। পরে অন্যরা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। কিন্তু তারা সবাই একে একে পানিতে ডুবে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি