শুক্রবার, মে ১০, ২০২৪
Homeআইন-আদালতলক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির জামিন

লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির জামিন

রবিউল ইসলাম: নির্বাচনী সহিংসতার মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে এ্যানী লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক মো. শাহে নূর জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর (সোমবার) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নির্বাচনী গণসংযোগকালে আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যে সংঘর্ষ হয়। এসময় দুই পুলিশ সদস্য, বিএনপির ২৫ জন ও আওয়ামী লীগের ৬ জন আহত হয়। পরে এ ঘটনায় ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে সদর উপজেলার কুশাখালী ইউপি আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও তার ভাই হ্যাপী চৌধুরী ছাড়াও বিএনপি, যুবদল-ছাত্রদল ও অঙ্গসংগঠনের ১৪৬ নেতাকর্মীকে আসামি করা হয়। অজ্ঞাত রয়েছে আরো ২০০ নেতাকর্মীর নাম। লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী এ্যাড: হাছিবুর রহমান জামিন হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments