বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়বাকস্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই: সুলতানা কামাল

বাকস্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই: সুলতানা কামাল

জি.এম.মিন্টু: সাম্য-সামাজিক, ন্যায়বিচার, মানব সভ্যতার মহিমা প্রতিষ্ঠার লক্ষে স্বধিনতা যুদ্ধে মহান মুক্তযোদ্ধারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে পাক হানার বাহিনীকে পরাস্থ করে বাংলাদেশকে স্বাধিন করেছিল।এ যুদ্ধ ছিল সকল ধরণের বৈষম্যের বিরুদ্ধে। সকল ধরণের বৈষম্য দুর করেত রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ হলেও মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে।স্বাধিনতা যুদ্ধে সাধারন মানুষ যে ভাবে প্রান বাজি রেখে যুদ্ধ করেছিল, ঠিক তেমনি মানুষের বাক স্বাধিনতা রক্ষায় রাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেইÑদলিত জনগোষ্ঠির মানবাধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য বিলোপ আইন প্রণয়নের পক্ষে যশোরের কেশবপুরে অনুষ্ঠিত আঞ্চলিক দলিত সমাবেশে প্রধান অতিথির বক্তবে মানবাধিকার নেত্রী ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাড. সুলতানা কামাল এসব কথা বলেন।
বৃহস্পতিবার সকালে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি উদয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত পরিষদের সাধারণ সম্পাদক অশোক দাস, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, ন্যাশনাল চিলড্রেন টাক্্রফোর্স দলিত শিশু প্রতিনিধি মিনা দাস, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন, কেশবপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, হিন্দু বৌধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর শাখার সভাপতি অধ্যাপক অসীত কুমার মোদক, কেশবপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এ্যাড. মিলন কুমার মিত্র, দলিত নেতা তপন দাস, বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি উদয় কৃষ্ণ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জল দাস। সমাবেশে স্থানীয় রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধিসহ ছয়শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সত্তরের দশক’র কেশবপুরে দলিত জনগোষ্ঠির মানবাধিকার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদকারী সাবেক এমএনএ মরহুম সুবোধ মিত্রকে মরোন্নত্তর সম্মাননা প্রদান করা হয়।
সমাবেশের আগে সকাল সাড়ে ১০টায় কেশবপুর ত্রিমোহিণী মোড়ে বৈষম্য বিলোপ আইন পাশের দাবীতে দুইশতাধিক দলিত জনগোষ্ঠির নারী-পুরুষ মানববন্ধন সমাবেত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন দলিত’র কর্মসূচি কর্মকর্তা উজ্জল দাস, কেশবপুর প্রেস ক্লাবের সভাপিত আশরাফুজ্জামান খান, কেশবপুর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments