শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়সাংবাদিকদের দেশের ভালো-মন্দ জানার ও বোঝার অধিকার রয়েছে: টুকু

সাংবাদিকদের দেশের ভালো-মন্দ জানার ও বোঝার অধিকার রয়েছে: টুকু

আব্দুদ দাইন: পাবনা-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট শামসুল হক টুুকু বলেন, সংবাদপত্র থেকে দেশের সকল স্থানের আইন শৃংখলাসহ উন্নয়ন কাজের ধারণা পাওয়া যায়। প্রয়োজনে ঘরে বসেই দায়িত্বশীল ব্যক্তিরা সংবাত্রপত্র দেখে নিজ এলাকার তদারকী করতে পারেন। এমপি আরও বলেন, সাংবাদিকরা এদেশের নাগরিক। তাদের এদেশের ভালো মন্দ জানার ও বোঝার অধিকার রয়েছে। তিনি বর্তমান সরকারের উন্নয় কাজ প্রত্রিকায় তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। বুধবার দুপুরে পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রবিউল করিম হিরু, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, নবনির্বাচিত ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর আওয়ামীলীগের সম্পাদক মাহবুবল আলম বাচ্চু প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments