শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়বনানীতে আগুন: লাফিয়ে ও তার বেয়ে নামতে গিয়ে নিহত ৫

বনানীতে আগুন: লাফিয়ে ও তার বেয়ে নামতে গিয়ে নিহত ৫

কাগজ প্রতিবেদক: বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় এই পর্যন্ত ৫ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও ইউনাইটেড হাসপাতালের চিকিৎকরা মৃত ঘোষণা করেন। এছাড়া, আহত হয়েছেন অনেকে।

আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক শ্রীলংকা নাগরিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ইউনাইটেড হাসপাতপালে আহত অবস্থায় রয়েছেন আরও পাঁচজন। তারা বেঁচে ফিরলেও কারও হাতে, কারও পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় জানালার গ্লাস ঢুকে গেছে।

জানা গেছে, ইউনাইটেড হাপসাতালে মৃত তিন জনই পুরুষ। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত ব্যক্তির নাম জানা গেছে। তার নাম নীরস। বয়স প্রায় ৩৫ বছর।

চিকিৎসকরা জানান, যারা মারা গেছেন, তাদের সবাই ভবন থেকে লাফ দিতে গিয়ে মারা গেছেন। অনেকে প্রাণ বাঁচাতে ভবনের ছাদেও আশ্রয় নিয়েছেন।

বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাণ বাঁচাতে ৮ জন লাফিয়ে পড়েছেন। আর উদ্ধারকর্মীরা ২৫ জনকে উদ্ধার করেছেন।

ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ভবনে আটকা পড়েছে অনেকেই। আটকেপড়াদের উদ্ধারে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টারকে আকাশে টহল দিচ্ছে দেখা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments