বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeজাতীয়মিয়ানমারের বিমানবন্দরে ছিটকে পড়েছে বাংলাদেশের ফ্লাইট, আহত ৩৩

মিয়ানমারের বিমানবন্দরে ছিটকে পড়েছে বাংলাদেশের ফ্লাইট, আহত ৩৩

কাগজ ডেস্ক: বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে বিমানে থাকা ৩৩ আরোহীর সবাই আহত হয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার (৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি০৬০।

বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এই ঘটনা ঘটে।

মিয়ানমার টাইমস জানিয়েছে, উড়োজাহাজটি S2-AGQ- Bombardier Dash 8Q400 মডেলের। পত্রিকাটির প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, রানওয়ে থেকে ছিটকে পড়ে আছে বিমান বাংলাদেশের উড়োজাহাজটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments