শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়এক দশকে ১২ হাজার মানব পাচারের ঘটনা ঘটেছে: রংপুরে নারী মৈত্রী

এক দশকে ১২ হাজার মানব পাচারের ঘটনা ঘটেছে: রংপুরে নারী মৈত্রী

জয়নাল আবেদীন: বাংলাদেশ থেকে এক দশকে প্রায় ১২ হাজার মানব পাচারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রী। দেশের প্রত্যেকটি সীমান্তবর্তি জেলা মানবপাচারের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে উত্তরাঞ্চলেই এর প্রভাব বেশি। যাদের পাচার করা হয় তাদেরকে পতিতাবৃত্তি, বাসা-বাড়ির কাজে ও ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী মোমেনুল হক মোমেন। হপুলিশের তথ্য দিয়ে আরও বলেন, ২০০১ সালে মানবপাচার সম্পর্কিত অপরাধের ঘটনা ঘটেছে ৭ হাজার ৯০৪টি। গত এক দশকে ১১ হাজার ৮৭৬টি তে গিয়ে দাঁড়িয়েছে। পুলিশ ও ইউএনডিপি’র তথ্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ সন্মেলনে আরো বলা হয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য মতে, ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত অন্তত ২ লাখ নারী মিথ্যা প্রলোভনের শিকার হয়ে প্রতিবেশি দেশগুলোতে গিয়ে পতিতা বৃত্তিতে জড়িয়ে পড়েছে। গত এক দশকে কতজন শিশু পাচার হয়েছে, তার সঠিক তথ্য নারী মৈত্রীর কাছে নেই বলে জানান এই কর্মকর্তা। সংবাদ সন্মেলনে, বিস্ময় প্রকাশ করে বলা হয়, ভূমিষ্ট শিশু ও পাচার হয়। কিডনি পাচার হয়। কিন্তু সেক্ষেত্রে কোন রিপোর্ট হয় না। এক রিপোর্টে দেখা গেছে, বাংলাদেশে যত শিশু মিসিং বা ট্রাফিকিং এর ঘটনা ঘটেছে তার মধ্যে শতকরা ২৭ ভাগ দৈনিক পত্রিকা ও অনলাইন মাধ্যমে এবং টেলিভিশন মিডিয়াতে ১২ ভাগ রিপোর্ট প্রকাশ পায়। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে নবজাতকদের মিসিংয়ের কোন তথ্য কোথাও উল্লেখ নেই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণায়ন ও সাম্প্রতিক বিভিন্ন সংগঠনগুলো কাজ করলেও তাদের মধ্যে যথেষ্ট সমন্বয়ের অভাবসহ ভিকটিমদের অভিযোগ তালিকাও নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মানবপাচার রোধসহ শিশুকে মানবসম্পদ হিসেবে বেড়ে উঠার পরিবেশ নিশ্চিত করতে মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন বাস্তবায়ন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং, শিশুপাচার রোধ ও শিশু সুরক্ষায় দায়িত্বশীলদের ভূমিকা এবং শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন ও প্রচলিত বিচার ব্যবস্থায় শিশুবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। প্রিভেনশন অফ চাইন্ড ট্রাফিকিং থ্রু স্ট্রেনদেনিং কমিউনিটি এন্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় নারী মৈত্রী এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারী মৈত্রীর রংপুর প্রতিনিধি এ্যাডভোকেট গোলাম মওলা চৌধুরী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments