শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়কচুরিপানা খাবারের উপযোগি কি না গবেষণা চলছে: বাণিজ্যমন্ত্রী

কচুরিপানা খাবারের উপযোগি কি না গবেষণা চলছে: বাণিজ্যমন্ত্রী

জয়নাল আবেদীন: কচুরিপানা খাবার উপযোগি কিনা তার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরিকল্পনা মন্ত্রীর কচুরিপানা বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, কচুরিপানা পরীক্ষা নিরীক্ষা চলছে। ফুড ভেল্যু পাওয়া গেলে ভবিষ্যৎ বলে দেবে কী করতে হবে। শনিবার বিকেলে রংপুরে তার নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে টিপু মুনশি একথা বলেন। মন্ত্রী বলেন, আমরা তো কত কিছুই খাই। এক সময় কচুরলতি কেউ খেতো না। মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হতো। মানুষ আগে অনেক কিছুই খেত না। কিন্তু এখন তো খাচ্ছে। পেঁয়াজের কেজি এখন একশ' টাকার নিচে দাবি টিপু মুনশি বলেন, আগামী মাসে পেঁয়াজের দাম আরো কমবে। অনেক নতুন পেঁয়াজ বাজারে উঠবে। তখন পেঁয়াজের সমস্যা আর থাকবে না। এদিকে রমজানের প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রাখা হবে। কেউ যেন কোন কারচুপি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। এসময় উপস্থিত ছিলেন- রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগ রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, সাবেক জাপা নেতা হাজী আব্দুল লতিফ খাঁন, প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments