শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়বাংলাদেশে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে: আইইডিসিআর

বাংলাদেশে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে: আইইডিসিআর

সদরুল আইন: বাংলাদেশে তিন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

তারা হাসপাতালে কোয়ারেন্টাইনে আছে বলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে।

এদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সনাক্তদের মধ্যে দুইজন ইতালি থেকে এসেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি।

ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments