শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়ঢাকা ছাড়লেন ২৫৭ কানাডিয়ান ও ২৮৫ অস্ট্রেলিয়ান নাগরিক

ঢাকা ছাড়লেন ২৫৭ কানাডিয়ান ও ২৮৫ অস্ট্রেলিয়ান নাগরিক

বাংলাদেশ ডেস্ক: বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন ২৮৫ জন অস্ট্রেলিয়ান নাগরিক। তাদের নিয়ে শ্রীলঙ্কান এয়ারের বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

অন্যদিকে রাত সাড়ে ৯টায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ২৫৭ জন কানাডিয়ান নাগরিক ঢাকা ছেড়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বাংলাদেশ থেকে কানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি, ভুটান, জাপান ও মালয়েশিয়ার নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। গত মঙ্গলবার বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন ২১৪ জন কানাডিয়ান। ১৩ এপ্রিল ১৭ শিশুসহ ৩২৮ জন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন। ৫ এপ্রিল আটকে পড়া মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট ঢাকা ছাড়ে। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক। ২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments