বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeজাতীয়স্বাস্থ্য অধিদফতরের তথ্যে গরমিল: সুস্থ ১৪৭ বললেও হিসাব ১১৮ জনের

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে গরমিল: সুস্থ ১৪৭ বললেও হিসাব ১১৮ জনের

বাংলাদেশ প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও আশার আলো দেখাচ্ছে সুস্থ মানুষের ক্রমবর্ধমান সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন সুস্থ হয়েছেন করোনাভাইরাস থেকে। এ নিয়ে মোট এক হাজার ২১০ জন সুস্থ হলেন। তবে সুস্থ রোগীদের হিসাবের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের তথ্যে গরমিল দেখা যাচ্ছে।

সোমবার (৪ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন সুস্থ হয়েছেন। এরপর তিনি কোন কোন হাসপাতাল থেকে কতোজন সুস্থ হলেন তার হিসাব তুলে ধরেন।

তিনি জানান, নতুন যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালের ১৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১১ জন, ঢাকা মহানগর হাসপাতালের সাত জন, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৩ জন, মিরপুর লালকুঠি হাসপাতালের চার জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালের ১১ জন, চট্টগ্রাম বিভাগের সাত জন, রাজশাহী বিভাগের তিন জন, ময়মনসিংহ বিভাগের ১৭ জন, রংপুর বিভাগের চার জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ১৪ জন রয়েছেন।

এ সংখ্যা যোগ করলে দেখা যায় ১১৮ জন। এছাড়া গত রোববারের (৩ মে) উপস্থাপিত বুলেটিনে মোট সুস্থ এক হাজার ৬৩-এর সঙ্গে নতুন ১৪৭ জন যোগ করলে মোট সুস্থ এক হাজার ২১০ হওয়ার কথা থাকলেও ডা. নাসিমা এ সংখ্যা বলেন এক হাজার ২০৯।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments