বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়'দিনের ভোট রাতে হবে না, প্রশাসন ও আইন শৃখংখলা বাহিণী নিরপেক্ষ ভাবে...

‘দিনের ভোট রাতে হবে না, প্রশাসন ও আইন শৃখংখলা বাহিণী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা’

কামাল সিদ্দিকী: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে। দিনের ভোট রাতে হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন ও আইন শৃখংখলা বাহিণী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধাবার বেলা ১১ টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা ৪ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইন শৃংখলা বাহিণীকে তিনি নির্বাচনে বহিরাগতরা যেনো কোন ভাবেই প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে নজর দেওয়ার আহবান জানান। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আমরা কখনই কোন পক্ষপাতিত্য নির্বাচন করি না। সাংবিধানিক বাধ্যবাধকতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় করোনা সংকটের মধ্যেই স্বাস্থ্য বিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপ নির্বাচনে স্বাস্থ্য বিধি মেনে ভোটারদের ভোট কেনেদ্র যাওয়ার অনুরোধ করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে পাবনা-৪ উপ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জেলার শীর্ষ কর্মকর্তাদের সাথে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। চলতি বছরের ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান ডিলুর মৃত্যুতে আসনটি শুন্য হয়। আগামী ২৬ সেপ্টেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments