রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeজাতীয়সিনহা হত্যা: বোনের মামলাকে অবৈধ দাবি করে রিভিশন আবেদন আসামিপক্ষের

সিনহা হত্যা: বোনের মামলাকে অবৈধ দাবি করে রিভিশন আবেদন আসামিপক্ষের

বাংলাদেশ প্রতিবেদক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবী।
আদালত আবেদনটি গ্রহণ করে ২০শে অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন। রবিবার বেলা ১২টায় কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

আবেদনে উল্লেখ করা হয়, সিনহার বোনের করা মামলাটি আইনের ২০৫ ডি সেকশন অনুসরন করা হচ্ছে না। এতে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে সন্দেহ থাকায় রিভিশন আবেদন করা হয়েছে। বিচারকাজ সঠিক ধারায় নিতে হলে ২০৫ ডি সেকশন অনুসরণ করারও আবেদন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments