বাংলাদেশ প্রতিবেদক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবী।
আদালত আবেদনটি গ্রহণ করে ২০শে অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন। রবিবার বেলা ১২টায় কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।
আবেদনে উল্লেখ করা হয়, সিনহার বোনের করা মামলাটি আইনের ২০৫ ডি সেকশন অনুসরন করা হচ্ছে না। এতে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে সন্দেহ থাকায় রিভিশন আবেদন করা হয়েছে। বিচারকাজ সঠিক ধারায় নিতে হলে ২০৫ ডি সেকশন অনুসরণ করারও আবেদন করা হয়।