বাংলাদেশ প্রতিবেদক: নিপীড়ন বন্ধ, আইন সংশোধন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভের চতুর্থ দিন গতকাল বৃহস্পতিবারও উত্তাল ছিল রাজধানীর শাহবাগ মোড়। এই দাবিতে আজ শুক্রবার বিকেল ৩টায় মহাসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনরত বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’।
একই স্থানে বিকেল ৪টায় ধর্ষণবিরোধী সমাবেশের ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদের নতুন প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার মঞ্চ’।
ধর্ষণ ও নিপীড়ন বন্ধে সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনে তারা এ সমাবেশের ডাক দেয় ।
বৃহস্পতিবার দুপুরে শাহবাগে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি থেকে মহাসমাবেশের ডাক দেন এ প্ল্যাটফর্মের অন্যতম আহ্বায়ক ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়।
এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট শুক্রবার বিকালে সারা দেশে সব শহীদ মিনারে ধর্ষণবিরোধী সমাবেশের ডাক দিয়েছে।