বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Homeজাতীয়ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রিমান্ডে

ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রিমান্ডে

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা সাইফুল ইসলাম ও মো. নাজমুল হুদার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে গত ২০ ও ২১ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় ঢাবির এক ছাত্রী পৃথক দুটি মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয় জনকে আসামি করা হয়। লালবাগ থানার মামলায় সাইফুল চার নম্বর ও নাজমুল হুদা পাঁচ নম্বর আসামি।

গতকাল রবিবার রাতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এক ফেসবুক লাইভে জানান, ডিবি পুলিশ পরিচয়ে নাজমুল হুদাকে মগবাজার থেকে, সাইফুল ইসলামকে চানখারপুল থেকে এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সোহরাব হোসেনকে প্রেসক্লাব থেকে তুলে নেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments