বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়রংপুরে মেরিন একাডেমি সরকারের রূপকল্প অনুযায়ি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

রংপুরে মেরিন একাডেমি সরকারের রূপকল্প অনুযায়ি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

জয়নাল আবেদীন: আওয়ামীলীগ সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন রংপুরের মেরিন একাডেমি সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ অনুযায়ি মানবসম্পদ উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, দারিদ্র দূরিকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে । বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমির আনুষ্ঠানিক উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন ।দুপুরে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা মেরিন একাডেমির উদ্ধোধন করেন । এসময় তিনি আরো বলেন নবসৃষ্ট অবকাঠামো এবং জলযান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নৌ সেক্টরের উন্নয়নে নতুন মাত্রা সংযোজন করবে । ভিডিও কনফারেন্সে রংপুর প্রান্তে অংশ নেন জেলা প্রশাসক আসিব আহসান, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন, মেরিন একাডেমীর কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো: শফিকুল ইসলাম সরকার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু,পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় । অনুষ্ঠানে মেরিন একাডেমির উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী পায়রাবন্দরের জন্য অধিগ্রহণকৃত এলাকার ক্ষতিগ্রস্থ ৩ হাজার ৪শ২৩ টি পরিবারকে উন্নতমানের বাড়ি হস্তান্তর ও জলযানের উদ্বোধন করেন। পীরগঞ্জের রায়পুর ইউনিয়নের ফলির বিল এলাকায় ১০ একর জমির উপর ১’শ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মেরিন একাডেমি নির্মাণ করা হয়েছে। এতে একাডেমিক ভবন, প্যারেড গ্রাউন্ড, সুইমিংপুৃলসহ ৩৫ টি অবকাঠামো রয়েছে। প্রতিবছর ৫০ জন ক্যাডেট এখান থেকে প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পাবেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments