বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়বিপণিবিতানে এত ভিড়, পা রাখার জায়গা নেই

বিপণিবিতানে এত ভিড়, পা রাখার জায়গা নেই

বাংলাদেশ প্রতিবেদক: ঈদের আগে শেষ শুক্রবার রাজধানীর বিপণিবিতানগুলোতে যেন ঢল নেমেছে ক্রেতাদের। লকডাউনের মধ্যেই ঈদের কেনাকাটা সারতে ক্রেতারা ছুটছেন দোকানে দোকানে। শেষ দিকে বিক্রি বাড়ায় স্বস্তি ফিরেছে বিক্রেতাদের মাঝেও। তবে সামাজিক দূরত্ব বজায় না রাখায় কিছুটা অসন্তুষ্ট ক্রেতারা।

আগামী সপ্তাহ না পেরুতেই ঈদ। বাকি মাত্র আর ক’টা দিন। তাই ঈদের আগে ছুটির দিন, শেষ শুক্রবারে ক্রেতাদের পদচারণায় সরগরম বিপণিবিতানগুলো। সব দোকানেই ক্রেতাদের উপচেপড়া ভিড়।

ভিড়ের এমন চাপে উধাও স্বাস্থ্যবিধি। নিরাপদ সামাজিক দূরত্ব না থাকায় করোনার সংক্রমণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক ক্রেতা।

এক ক্রেতা বলেন, ‘মানুষের ভিড় বেশি। ঠিকমতো হাঁটা যায় না। বাচ্চাদের তো আর বোঝানো যায় না। ঈদ বলে কথা। বাচ্চাদের বায়না পূরণের জন্য আসতে হয়। ওরা তো আর বুঝে না এখন মহামারি চলতেছে।’

দাম নিয়ে অভিযোগ না থাকলেও পোশাকে বৈচিত্র্য না থাকায় আক্ষেপের সুর শোনা গেল কোনো কোনো ক্রেতার মুখে। যদিও নতুন কিছু ডিজাইন আসার দাবি বিক্রেতাদের।

গহনা ও প্রসাধনী সামগ্রীর দোকানেও ক্রেতাদের ভিড়। রোজার শেষ দিকে বিক্রি বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিক্রয়কর্মীরা।

এক বিক্রেতা বলেন, ‘বিগত দিনগুলোর চেয়ে এই কয়েকদিন বেচাকেনা অনেকটা ভালো।’

রোজার শুরুর দিকে বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মানার শর্তে ২৫ এপ্রিল থেকে খুলে দেয়া হয় সব দোকান ও শপিংমল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments