বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়শনিবার থেকে ট্রেনে অর্ধেক যাত্রী বহন

শনিবার থেকে ট্রেনে অর্ধেক যাত্রী বহন

বাংলাদেশ প্রতিবেদক: আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে ট্রেনে অর্ধেক যাত্রী বহন করা হবে। তবে ট্রেনের সংখ্যা কমবে না। এছাড়া ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার—দুই জায়গায় সমানভাবে বিক্রি করা হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলভবনে রেলপথমন্ত্রী নূরুল ইসলামের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানিয়েছেন, অর্ধেক আসন ফাঁকা গেলেও ভাড়া বাড়ানো হবে না। তিনি বলেন, ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেয়া হবে না।

রেলওয়ে সূত্র বলছে, ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে অনলাইনে (অ্যাপ/অনলাইন)। আর বাকি ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments