বাংলাদেশ প্রতিবেদক: দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসময় নতুন শনাক্ত হয়েছে ৩৬ জন।

দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৬ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জনে পৌঁছেছে।

সোমবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৬৭ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪.০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৩৫৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬.৮৭ শতাংশ।

Previous articleদেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে : মির্জা ফখরুল
Next articleকুড়িগ্রাম ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।