বাংলাদেশ প্রতিবেদক: তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রেলমন্ত্রী যে ওই কথিত আত্মীয়দের চেনেন না, সে তথ্য সঠিক। একই সঙ্গে মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে সাময়িক বরখাস্ত করাও সমীচীন নয়।’

রোববার ‘মা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ইউনিভার্সেল মেডিক‌্যাল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশকে আফগানিস্তানের পেছনে দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-আরএসএফ নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ চায় সব দলকে নিয়ে নির্বাচন হোক।’

গতকাল শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকের বিষয়ে তিনি এসব কথা বলেন।

Previous articleসোনারগাঁও পৌরসভায় ডাস্টবিনের গন্ধে এলাকাবাসীর দুর্ভোগ
Next articleকলাপাড়ায় অন্তসত্বার ঘটনায় নিরীহ লোকদের ফাঁসানোর চেষ্টা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।