জয়নাল আবেদীন: “কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই” সনাতন এই বাক্যের পরিবর্তন ঘটিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশন । কাজীর গরু গোয়ালে থাকলেও তাঁরা কিন্তু কেতাবে রাখেননি । এর প্রমান দিয়েছেন গত ২৬ আগষ্ট । জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদীর খসড়া তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই খসড়া তালিকায় রংপুর বিভাগের শতাধিক নদ-নদী বাস্তবে থাকলেও সেই তালিকায় বাদ পড়েছে ।
নদী বিষয়ক সংগঠন ‘রিভারাইন পিপল’ নামের এই সংগঠনটি দাবি, রংপুর বিভাগে দীর্ঘদিন সরেজমিন অনুসন্ধান করে যেসব নদ-নদী চিহ্নিত করেছে তার মধ্য থেকে ১০৫টি নদ-নদী নদী কমিশন তালিকায় অন্তর্ভুক্ত হয়নি । অর্থাৎ বাদ পড়েছে। এসব নদী তালিকাভুক্ত না হলে এই অঞ্চলের প্রাণ প্রকৃতির সঙ্গে নদীকেন্দ্রিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে পারবে না আগামী প্রজন্ম। একই সঙ্গে কৃষিভিত্তিক অর্থনীতিতে বিরূপ প্র্রভাব পড়বে। বাড়বে নদী দখল, বালু উত্তোলন ও নদী খেকোদের ভূমিদস্যুতা।
এদিকে জাতীয় নদী রক্ষা কমিশন থেকে প্রকাশিত তালাকায় দেখা যায় রংপুর বিভাগে নদ-নদীর সংখ্যা ১২১টি। ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের শত শত নদ-নদী বাদ পড়েছে, যা রিভারাইন পিপলের নজরে এসেছে। বৃহস্পতিবার রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন ও পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ স্বাক্ষরিত ১০৫টি নদ-নদীর তালিকা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়। এই ১০৫টি নদ-নদী প্রকাশিত খসড়া তালিকায় নেই।
লিখিত আবেদনে জানানো হয়েছে রংপুর বিভাগের বাদ পড়া ১০৫টি নদ-নদীর মধ্যে ৬৩টি সচিত্র বর্ণনাসহ, ১৬টির সংক্ষিপ্ত পরিচিতসহ এবং ২৬টি নদ-নদীর শুধু নাম দেওয়া হয়েছে।এ ব্যাপারে রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ জানান কমিশন চেয়ারম্যান আশ্বস্ত করেছেন রংপুর বিভাগে জেলা প্রশাসনের মাধ্যমে যাচাই করে প্রকৃত নদীর সংখ্যা দিয়েই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।