সদরুল আইন: আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি আমার মেয়ে শিরীন শারমিন চৌধুরীকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম।পীরগঞ্জে আপনারা আমাকেই ভোট দেবেন, শুধু ব্যালটে শিরীন শারমিন চৌধুরীর নাম লেখা থাকবে।’
রোববার বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
আজকের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় শেখ হাসিনা শিরীন শারমিন চৌধুরীর হাত উঁচু করে ধরে বলেন, আমার মেয়েকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। শিরীন নির্বাচিত হলে তাকে আমরা আবারও স্পিকার করতে পারব।
শিরীন যেভাবে আপনাদের জন্য কাজ করছে আমি হলেও ততটা করতে পারতাম না। কারণ আমাকে সারা দেশ নিয়ে ব্যস্ত থাকতে হয়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন।রংপুরের পীরগঞ্জে কর্মসূচি শেষে দিনাজপুরে একটি জনসভায় বক্তব্য দেয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।