বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিনৈশ ভোটে নির্বাচিতদের ট্যাক্স ধার্য করার অধিকার নেই: সেলিম

নৈশ ভোটে নির্বাচিতদের ট্যাক্স ধার্য করার অধিকার নেই: সেলিম

কাগজ প্রতিবেদক: সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সরকারের সমালোচনা করে বলেছেন, এরা প্রতিনিধিত্বশীল সরকার না। জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা নৈশ ভোটে নির্বাচিত। তাই জনগণের ওপর করের বোঝা চাপানোর অধিকার তাদের নেই। এ সরকারের নৈতিক অধিকার নেই জনগণের ওপর ট্যাক্স ধার্য করার।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে গ্যাসের দাম কমানোর দাবিতে এবং গণদুর্ভোগের বাজেটের প্রতিবাদে আগামী ৭ জুলাই রবিবার বাম গণতান্ত্রিক জোট আহুত দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা) হরতাল সফল করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এটা ক্ষমতার কামড়াকামড়ির হরতাল না। এটা জনগণের বাঁচা-মরার হরতাল। তাই ৭ জুলাই পুলিশকে ব্যারাকে আটকে রাখুন। ওই দিন রাস্তায় পুলিশের কোন দরকার নেই। শান্তি-শৃংখলা আমরা পাবলিক ঠিক রাখব। তখন দেখা যাবে জনগণ কোন দিকে আছে। তিনি আরও বলেন, দেশ এখন দু’ভাগে বিভক্ত। নিরান্নবই ভাগ আর এক ভাগ। হওয়া উচিত ধনিদের ওপর ট্যাক্স। কিন্তু হচ্ছে গরিবদের ওপর। এখানে গরিবের সম্পত্তি বড় লোকের কাছে স্থানান্তরিত করার জন্যই হচ্ছে বাজেট প্রণয়ন হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্তী, হামিদুল হক, মমিনুল ইসলাম, অধ্যাপক আব্দুস সাত্তার, বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, রতন, রুহিন হোসেন প্রিন্স, মানস নন্দী, বাচ্চু ভুইয়া প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments