শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতিবর্তমান সরকারের সময় কেউ না খেয়ে মারা যাবে না: বাণিজ্য মন্ত্রী

বর্তমান সরকারের সময় কেউ না খেয়ে মারা যাবে না: বাণিজ্য মন্ত্রী

জয়নাল আবেদীন: বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছে নবর্তমান সরকারের সময় কেউ না খেয়ে মারা যাবে না । প্রত্যেক মানুষকে সরকারী ভাবে সাহায্য প্রদান করা হবে । কৃষিতে আমরা স্বয়ং সম্পন্ন। তাই খাদ্য শস্যে আমরা স্বয়ং সম্পন্ন হয়েছি। পাশাপাশি ফলমূলেও স্বয়ং সম্পন্ন হতে হবে। এবারে চাহিদার তুলনায় ধান ও আলু বেশী উৎপাদন হয়েছে। এসব খাদ্যশস্য বিদেশে রপ্তানী করা হচ্ছে। গত (১৯ জুলাই) শুক্রবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন । এসময় তিনি উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে প্রায় ছয় শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ ও শুকনা খাবার। মন্ত্রী আরো বলেন আমাদের দেশে এবছর প্রচুর কাঁঠাল উৎপাদন হয়েছে। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি এ ফল বিদেশে রপ্তানির চিন্তাভাবনা করা হচ্ছে। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন ও ছাওলা ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম। বাণিজ্য মন্ত্রী টিপু পরে পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments