বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিপ্রধানমন্ত্রীর ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন সাঈদ খোকন!

প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন সাঈদ খোকন!

সদরুল আইন: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলগুলো দলীয় প্রতীকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে।

ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) বর্তমান মেয়র সাঈদ খোকন গতকাল বৃহস্পতিবার দলের ধানমণ্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনেকটা কান্নাজড়িত কণ্ঠে আরও একবার ঢাকাবাসীকে পাশে চান তিনি।

আগের দিন বুধবার ডিএসসিসি নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব শেখ ফজলে নুর তাপস ও ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিম।

এ দুজনের মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠে- এবার বুঝি আর দলের টিকিট পাওয়া হচ্ছে না সাঈদ খোকনের।

তবে বৃহস্পতিবার রাতে দক্ষিণের বর্তমান মেয়র দাবি করেন, পদপ্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করার জন্য দলীয় সর্বোচ্চ পর্যায় থেকে ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্বাচনের জন্য কাজ করতে বলেছেন। কাল (শুক্রবার) থেকে আমি নির্বাচনী কাজ শুরু করবো।’

গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করে অশ্রুসিক্ত চোখে সাঈদ খোকন সংবাদিকদের বলেন, ‘আজকে রাজনীতিতে আমার জন্য একটু কঠিন সময় যাচ্ছে।

এ কঠিন সময়ে প্রিয় দেশবাসী, ঢাকাবাসী আমার জন্য দোয়া করবেন। আমার পিতা মেয়র মোহাম্মদ হানিফ, পিতার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। আজ পিতা নেই, পিতাকে হারিয়েছি। পিতার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমার জন্য তিনি যা ভালো মনে করবেন; তিনি সেটাই করবেন।’

গত সাড়ে চার বছরে ঢাকা শহরের ইতিবাচক পরিবর্তনের দাবি করে মেয়র বলেন, ‘আমি অনেক কাজ করেছি। কিছু কাজ এখনও বাকি আছে। আমি যেন বাকি কাজগুলো শেষ করতে যেতে পারি।

আজকে ঢাকাবাসীর কাছে দোয়া চাই, এবং বলতে চাই- আমি কখনও কর্তব্যে অবহেলা করিনি। আজকে এই কঠিন সময়ে দেশের মানুষ যদি আমার পাশে দাঁড়ান, ইনশাল্লাহ্ আগামী ৫ বছর আমি তাদের পাশে থাকবো।’

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments