বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeরাজনীতিখালেদা জিয়ার কারামুক্তিকে স্বাগত জানালো ইইউ

খালেদা জিয়ার কারামুক্তিকে স্বাগত জানালো ইইউ

বাংলাদেশ প্রতিবেদক: কারাগার থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ শুক্রবার ইইউর মুখপাত্র এক বিবৃতিতে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানান।

ইইউ মুখপাত্র বলেন, ইইউ ও এর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর অব্যাহতভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য আহ্বান জানিয়ে আসছিল। গত দুই বছরে কারাবাসের সময় তাঁর (খালেদা জিয়ার) স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। আমরা আশা করি, খালেদা জিয়া এখন প্রয়োজনীয় চিকিৎসা পাবেন।

ইইউ মুখপাত্র আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারকে উত্সাহিতকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতাকে জোরালোভাবে সমর্থন করে। ইউরোপীয় ইউনিয়ন করোনাভাইরাস সংক্রমণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments