শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিনতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে স্মৃতিসৌধ ও যাদুঘর নির্মাণ করা হচ্ছে: টুকু

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে স্মৃতিসৌধ ও যাদুঘর নির্মাণ করা হচ্ছে: টুকু

আব্দুদ দাইন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এড. শামসুল হক টুকু এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর এ এলাকার মুক্তিযোদ্ধারা যখন পাকসেনাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেই সময় নিজামির নির্দেশে পাকসেনা ও রাজাকাররা যৌথভাবে এই এলাকার সাড়ে ৮শ মানুষকে নির্বচারে গুলি করে হত্যা করে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেই সকল শহীদদের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে এখানে স্মৃতিসৌধ ও যাদুঘর নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, রাজাকারদের বিরুদ্ধে লড়াই চলছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর হয়েছে। বাকীদেরও রায় নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বাউশগাড়ীতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও যাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জানা গেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে নির্মিণাধীন স্মৃতিসৌধ ও যাদু ঘরের ব্যয় ধরা হয়েছে ৩৫ লক্ষ টাকা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ,ডেপুটি কমান্ডার জামাল আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ, ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান জরিফ আহমেদ প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments