শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিটুপি-কোটের প্রতিযোগিতার ফল ১৫ আগস্ট: গয়েশ্বর

টুপি-কোটের প্রতিযোগিতার ফল ১৫ আগস্ট: গয়েশ্বর

বাংলাদেশ প্রতিবেদক: ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনাকে টুপি ও কোটের প্রতিযোগিতার ফসল হিসেবে অভিহিত করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, এই দুঃখজনক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তুলে জিয়াউর রহমানের দিকে তীর ছোঁড়া হয়। আসলে মোশতাকের টুপি আর শেখ মুজিবের কোটের প্রতিযোগিতার ফসল ১৫ আগস্টের ঘটনা।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ১৫ আগস্টের ঘটনা ঘটেছে।

জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হলে তা অসম্পূর্ণ থেকে যাবে।

তিনি বলেন, জিয়াউর রহমানকে যারা মুছে দিতে চাইছে, তারাই একদিন ইতিহাস থেকে মুছে যাবে।

ক্ষমতা স্থায়ী করতে সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments