জয়নাল আবেদীন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকাকে উদ্দেশ্য করে বলেছেন, আইন লাগবেনা ব্যরিষ্টার লাগবেনা খালেদা জিয়ার মুত্তির পথ আমার কাছে আছে। খালেদা জিয়ার মুক্তি আটকে রাখতে পারবেন না।সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। সরকার খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মৃত্যু দেখতে চায়। তা আমরা হতে দিবো না।

বুধবার বিকেলে রংপুর নগরীর বুড়িহাট খেলার মাঠে রংপুর জেলা বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই । আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার চিকিৎসা করবো। সরকার আমাদের শান্তির্পূর্ণ সমাবেশ গুলোতে বাধা সৃষ্টি করছে। ১৪৪ ধারা জারি করছে। বিভিন্ন জায়গাগ বাধা দেওয়া হচ্ছে।তিনি বলেন, আমাদের আন্দোলন চলবে। থামবে না। সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। সরকার খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মৃত্যু দেথতে চায়। তা আমরা হতে দিবো না।মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামীদের মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে অথচ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না।

খালেদা জিয়ার মুক্তি না দিলে আমরা জেলের তালা ভেঙ্গে মুক্ত করে আনবো ইনশাল্লাহ।জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিব-উন-নবী- সোহেল বলেন, সংলাপ করে কোন কিছুর মুক্তি মিলবে না। কেয়ার টেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জাতীয় পার্টি রংপুরের মানুষের পিঠে কাঠাল ভেঙ্গে খাচ্ছে।

বিশেষ অতিথি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এখনও সময় আছে খালেদা জিয়াকে মুক্তি দিন তা না হলে পালাবার পথ আর খুজে পাবেন না।রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয়, রংপুর জেলা সম্পাক রইচ আহমেদ,মহানগরের সভাপতি সামুছুজ্জামান সামু, সাধারণ সম্পাদক মিজুনুর রহমান মিজু, যুবদলের সভাপতি নাজুমুল হক নাজু নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Previous articleসুনামগঞ্জের ধর্মপাশায় স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা
Next articleলক্ষ্মীপুরে আল্লাহর ৯৯ নামের মিনার নির্মাণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।