অতুল পাল: জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ-এমপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বিএনপি-জামাত জোট সরকারের আমলে বাংলাদেশের শিক্ষাখ্যাত ছিল অবহেলিত। শিক্ষা প্রতিষ্ঠানের কোন উন্নতি হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। একই সাথে শিক্ষকদের জীবন মান উন্নয়ন, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বছরের প্রথম দিন বিণামূল্যে বই প্রদান করে যাচ্ছেন। তাই শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

আজ শনিবার বেলা ১১ টায় বাউফলের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আ স ম ফিরোজ একথা বলেন। এসময় তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আরো আন্তরিক হতে হবে। শিক্ষকদের পড়াশুনা এখনো শেষ হয়নি। শ্রেণিকক্ষে পাঠদানের পূর্বে শিক্ষকদেরও পড়াশুনার দরকার অছে। প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের হাতে স্মার্ট ফোন দেয়া যাবেনা। স্মার্ট ফোনও একজাতীয় মাদক। এতে আসক্ত হয়ে ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।

কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, পটুয়াখালী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামলী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনিসুর রহমান, কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ,কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কবিরুজ্জামান প্রমূখ। একই দিন দুপুরে ২ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন আ.স.ম ফিরোজ এমপি।

 

Previous articleশ্রীবরদীতে ছেলের লা‌ঠির আঘাতে বাবার মৃত্যু, ছেলে আটক
Next articleশেখ হাসিনার নির্দেশ দেশের এক ইঞ্চি জায়গাও পতিত থাকবেনা: খাদ্য মন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।