বাংলাদেশ প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালায়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দফতরের দায়িত্বে থাকা নেতা ও কর্মকর্তাদের গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ২০ মিনিটে তাকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের করে আনে পুলিশ।

রিজভীসহ নেতাকর্মীদের গ্রেফতারের পর তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল এখনো নয়া পল্টনের মূল ফটকের সামনের ফুটপাতে বসে অবস্থান করছেন।

তবে কার্যালয়ের ভেতর থেকে বের হলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টা ৫০মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে অসুস্থ নেতাকর্মীদের বের করার সময় তাকে গ্রেফতার করা হয়।

Previous articleনয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১
Next articleরংপুরে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস পালিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।