জয়নাল আবেদীন: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন ‘স্মার্ট বাংলাদেশ’ ছাত্রসমাজের হৃদয়ে দোলা দিয়েছে। স্মার্ট বাংলাদেশ ছাত্রসমাজের জীবন, ভবিষৎ, স্বপ্ন পূরণে,ক্যারিয়ার গঠনে এবং পরিবারের সাথে ওতোপ্রোতোভাবে সম্পৃক্ত একটা বিষয়। সেই কারণে আমরা আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ছাত্রসমাজের এই রায়টির বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই বিভাগীয় প্রতিনিধি সভা করছি।
তিনি আরও বলেন, দেশের ছাত্রসমাজ মনে করে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নির্বাচন পরিচালনা, সরকার পরিচালনা করবে। এ ক্ষেত্রে ছাত্রসমাজের বৃহত্তর ঐক্যমতে রয়েছে, সেই জায়গা থেকে আগামী দিনে যারাই সন্ত্রাসবাদিতা করার চেষ্টা করবে, মৌলবাদী রাজনীতির আশ্রয় নেয়ার চেষ্টা করবে এবং বাইরের পৃষ্ঠপোষকতায় আমাদের গণতন্ত্রকে চ্যালেঞ্জ করার চেষ্টা করলে আমরা যেন তাদের রুখে দিতে পারি, এজনই আমরা এই প্রতিনিধি সভাগুলো করছি । রোববার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।ছাত্রলীগ সভাপতি আরো বলেন, ছাত্রলীগের তৃণমূলকে সুসংগঠিত, সংসহত, ঐক্যবদ্ধ করতে রোডম্যাপ নির্ধারণ করেছি, বিদ্যমান যে সব সংকট রয়েছে সেগুলো নিরসন করার উদ্যোগ নিয়েছি। সাংগঠনিক গতিশীলতা, সাংগঠনিক কর্মচাঞ্চল্য ও সাংগঠনিক জবাবদিহীতা ছাড়া সময়ের চ্যালেঞ্জগুলো ভালোভাবে মোকাবেলা করা সম্ভব নয়। যে কারণে আমরা সংগঠনকে গুছিয়ে নিতে দেশব্যাপী যে কর্মসূচী নিয়েছি, তারই ধারাবাহিকতায় রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা।
দেশের শহর, নগর ও মফস্বলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রসমাজের মধ্যে একটা ঐক্য তৈরী হয়েছে। বিভাগীয় প্রতিনিধি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এই প্রতিনিধি সভায় রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা, উপজেলা, পৌরসভা, মহানগরের ইউনিট, বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রলীগের প্রতিনিধিগণ অংশ নেন।সোমবার ৩ জুলাই বিকেলে ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী মাঠে জেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রসমাবেশে ছাত্রলীগের বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতবৃন্দ অংশ নেয়ার কথা রয়েছে।