বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Homeপ্রবাসের খবরভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশীর পরিচয় মিলেছে

ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশীর পরিচয় মিলেছে

বাংলাদেশ ডেস্ক: ইতালিতে অভিবাসন প্রত্যাশায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে। রোববার রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, অবৈধভাবে নৌকাযোগে লিবিয়া থেকে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিলেন একদল অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে সাতজন যাত্রাপথে ঠাণ্ডায় প্রাণ হারান।

রোমের দূতাবাস এক বিবৃতিতে জানায়, গত ২৫ জানুয়ারি ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার পথে ধরা পড়া ২৮৭ জনের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশী। এর মধ্যে ৭ বাংলাদেশী ঠাণ্ডাজনিত রোগে নৌকাতেই মারা যান।

উদ্ধার হওয়া লোকদের সঙ্গে কথা বলে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশীর পরিচয় শনাক্ত করেছে ইতালির বাংলাদেশ দূতাবাস।

ভূমধ্যসাগরে প্রাণ হারানোরা হলেন – মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, মৃত ওই বাংলাদেশীদের সাথে পরিচয় শনাক্তকারী কোনো ডকুমেন্ট না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তবে ওই বাংলাদেশীদের সাথে ইতালির ল্যাম্পেডুসায় পৌঁছা অন্য বাংলাদেশীদের সাথে কথা বলে মৃত ৭ জনের তথ্য পাওয়া গেছে।

মৃতদের মধ্যে একজন ছাড়া বাকি ছয় জনের পরিচিতরা উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন।

দূতাবাস কর্তৃপক্ষ আরো জানান, লাশগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করার স্বার্থে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ই-মেইলে ([email protected]) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, চলতি বছর অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা আরো বাড়তে পারে।

এর আগে গত বছরের জুলাইয়ে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশী প্রাণ হারান।

ইতালির রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ২৫ জানুয়ারি সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments